odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ভারতে পিকনিকে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ January ২০২৪ ১২:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ January ২০২৪ ১২:৪২

পিকনিক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল ভারতের একটি বাস। ট্রাকের সাথে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত ২৭ জন। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আসামের দেরগাঁয়ে বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি পিকনিকের উদ্দেশে গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ আচমকাই উল্টো দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। বাকি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক নিহত হয়েছে। আহতদের দেরগাঁও সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন। 

সূত্র: হিন্দুস্থান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন: