odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি মেনে নেব না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ January ২০২৪ ১৯:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ January ২০২৪ ১৯:৪২

আমি থাকাকালীন স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবালর কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আমি সারাজীবন দুর্নীতি করিনি। আর ভবিষ্যতেও করব না। কোনো রকম দুর্নীতি মেনে নেব না এবং দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রী। সেখানকার সুযোগ সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি চিকিৎসক ও হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: