odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

তীব্র শীতে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ January ২০২৪ ১৮:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ January ২০২৪ ১৮:০৮

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আঘাত হানে এবং এই ঝড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এবং মার্কিন মিডিয়া শুক্রবার জানায়, দেশের বিশাল অংশ নতুন করে ঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। হিমশীতল তাপমাত্রা, তুষারপাত এবং ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

বিমান চলাচল বাতিল, স্কুল বন্ধ এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের কারণে এক হাজার ১০০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরো আট হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

একটি ট্র্যাকিং ওয়েবসাইট ‘পাওয়ার আউটেস ইউএস’ জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষার ঝড়ে ওরেগনের ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল। এর পরেই রাজ্যের গভর্নর রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: