odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান : ২৪ উগ্রবাদী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ February ২০২৪ ২১:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ February ২০২৪ ২১:৫৪

পাকিস্তানে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ উগ্রবাদী নিহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে তারা বেলুচিস্তান প্রদেশের মাচ ও কোলপুরে ওই অভিযান পরিচালনা করে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গত সোমবার রাতে রাজধানী থেকে ৭০ কিলোমিটার দূরে মাচ শহরে অভিযান চালায়। সেখানে তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে উগ্রবাদীদের তিনটি যৌথ হামলা প্রতিহত করে। এ সময় উগ্রবাদীরা কোলপুর এলাকায় একটি হোটেল ও ছয়টি দোকানে আগুন দেয়।

অন্তর্বর্তীকালীন বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জান আচাকজাই প্রাথমিকভাবে হামলার জন্য আসলাম আচো গ্রুপের সাথে জড়িত উগ্রবাদীদের দায়ী করেছিলেন। পরে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর মাজিদ ব্রিগেড এই হামলার দায় স্বীকার করে।

সেখানে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দেয়। পরে কয়েক ঘণ্টা ধরে উগ্রবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

সূত্র : ডন ও জিও নিউজ 



আপনার মূল্যবান মতামত দিন: