odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ February ২০২৪ ১৫:৫৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ February ২০২৪ ১৫:৫৮

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেই এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব। বাংলাদেশিদের মধ্যে সাকিবের আগে এই কীর্তি ছিল শুধু তামিম ইকবালের। 

এই ম্যাচের আগে সাত হাজার রান থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন সাকিব। ম্যাচে খেলতে নেমে সেই ঘাটতিটা বেশ সহজেই পুষিয়ে নিলেন তিনি। সাত হাজার রান পূর্ণ করে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে ৪৫০ উইকেট এবং সাত হাজার রানের ডাবল থাকা একমাত্র ক্রিকেটার বনে গেছেন সাকিব আল হাসানা। 



আপনার মূল্যবান মতামত দিন: