odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মানুষের স্বাস্থ্যসেবায় নিরপেক্ষ ও ভয়-ভীতি মুক্ত থেকে কাজ করে যাব : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ February ২০২৪ ১২:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ February ২০২৪ ১২:২৪

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে  নিরপেক্ষ ও ভয়-ভীতি মুক্ত থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি কোন রাজনৈতিক নেতা নই, আমি নির্বাচনও করিনি। মানুষের সেবায় আমি আমার কাজ নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত থেকে করে যাব।’

গতকাল কক্সবাজার মেডিকেল কলেজে কক্সবাজার জেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: