odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইবির শেখ রাসেল হল প্রভোস্টের দায়িত্বে অধ্যাপক ড. মুর্শিদ

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২০ April ২০২৪ ১৮:০১

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ April ২০২৪ ১৮:০১

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে নিয়োগ প্রদান করেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড দেবাশীষ শর্মাকে ২০ এপ্রিল,২০২৪ তারিখে অব্যহতি দেয়া হলো। তদ্বস্থলে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে ২১ এপ্রিল,২০২৪ তারিখ থেকে এক বছরের জন্য শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, এই মহান দায়িত্ব আমাকে প্রদান করায় আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি সবসময়ই শিক্ষার্থী বান্ধব ছিলাম। আশাকরি হলের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ভালভাবে হল পরিচালনা করতে পারবো। এইজন্য হলের সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে যেনো আমাকে সহযোগিতা করে।



আপনার মূল্যবান মতামত দিন: