odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ ডিস্কো এর নেতৃত্বে শিহাব ও নাজিম

চবি প্রতিনিধি | প্রকাশিত: ১৬ May ২০২৪ ১৯:২১

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ May ২০২৪ ১৯:২১

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজ ডিস্কো এর ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১৫ মাসের জন্য সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাজিম হোসেন নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার।

এবার কার্যনির্বাহী পরিষদের ১০ পদের বিপরীতে ১৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা শেষে সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. নাজিম হোসেন নির্বাচিত হয়েছেন ।

কমিটির অন্যান্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি বিশ্বজিৎ বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হোসেন, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, সহ-অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, শিক্ষা সাহিত্য ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সম্পাদক মোহাম্মদ তুষার ও মোহাম্মদ সাদেক ।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শংকর বড়ুয়া।

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম তিনি বিজয়ী সকল প্রার্থীদেরকে অভিনন্দন জানান এবং সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: