odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ডিএমসি’র নাক, কান ও গলা বিভাগের প্রধান হলেন ডাঃ ইউসুফ ফকির

gazi anwar | প্রকাশিত: ৮ January ২০১৮ ২১:৪০

gazi anwar
প্রকাশিত: ৮ January ২০১৮ ২১:৪০

অধিকারপত্র ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) নাক, কান ও গলা বিভাগের প্রধান হলেন অধ্যাপক ডাঃ মো. আবু ইউসুফ ফকির।আজ সোমবার তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে তিনি একই বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

১৩তম বিসিএসের মাধ্যমে ১৯৯৪ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি বিএসএমএমইউ থেকে ২০০৭ সালে সম্পূর্ন করেছেন এমএস (ই এন টি) ডিগ্রী।

১৯৭৯ সালে কমলা এল কে হাই স্কুল থেকে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি ও নটরডেম কলেজ থেকে ১৯৮১ সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮১ সালে এমবিবিএস, আইপিজিএমআর থেকে ডিএলও ডিগ্রী অর্জন করেন যথাক্রমে ১৯৮৮ ও ১৯৯৫ সালে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (ডা: ইকবাল-ডা: আজিজ পরিষদের) বর্তমান কমিটি ২০১৭ কোষাধ্যক্ষ দায়িত্বে আছেন। সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ, শিক্ষক সমিতির।

এছাড়া মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা সমিতির নির্বাচিত কার্যকারী সদস্য হিসাবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: