odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ভারতে পেট্রোল পাম্পে আগুন;ব্যাপক প্রাণহানির আশঙ্কা

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৪ ১৫:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৪ ১৫:৫৪

ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন ধরে গেলে একজনের মৃত্যু এবং বহু লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ভোর ৫টার দিকে দুইটি ট্রাকের সংঘর্ষের পর একটি তেলের ট্যাংকারে ধাক্কা লেগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সমংবাদমাধ্যম পিটিআই আজ এই খবর জানিয়েছে।

দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, যে ট্রাকটি অন্যান্য ট্রাকগুলোকে ধাক্কা দিয়েছে, তাতে রাসায়নিক দ্রব্য ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর স্টেশন অফিসার পিটিআইকে জানিয়েছেন, ‘আগুনে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। আগুনে মারাত্মকভাবে দগ্ধ ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা আহতদের দেখতে হাপাতালে যান।



আপনার মূল্যবান মতামত দিন: