odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

শানে রেসালাত সম্মেলনে আওয়ামীলীগের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লামা আহমদ শফী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ February ২০১৮ ০৩:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ February ২০১৮ ০৩:৪৯

আমাদের অধিকারপত্র ডটকম: শানে রেসালাত সম্মেলনে আল্লামা আহমদ শাফী স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দোয়া করে বলেন, আমাকে হাসিনা, শেখ পরিবার ও আওয়ামীলীগ সস্পর্কে ভুল গাইড করা হয়েছে।

হাসিনা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জত পড়েন। তিনি নাস্তিক নন, তিনি আস্তিক।


শাফী আরো বলেন, হে আল্লাহ! আওয়ামীলীগকে তুমি মুহাব্বত করো, তোমার ফেরেসতারা যেন মুহাব্বত করে।

আওয়ামীলীগের ক্ষমতা বাড়িয়ে দেশের খেদমত করার তৌফিক দাও, আওয়ামীলীগকে নবীর সাফায়াত নসীব করিও, তাদের ক্ষেদমতকে কবুল করো।



আপনার মূল্যবান মতামত দিন: