odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৫টি লাশ পাওয়া গেছে

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৪ ১৯:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৪ ১৯:০৮

মাদক কারবারি চক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যেও গোপন কবর থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

চিয়াপাস রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন। অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

রামিরেজ শনিবার তার এক্স-এ জানান, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, অস্ত্র, যানবাহন ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশেপাশে হয়ে থাকে।

দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ৪৫ হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ নিখোঁজ হয়



আপনার মূল্যবান মতামত দিন: