odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

odhikarpatra | প্রকাশিত: ২০ January ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২০ January ২০২৫ ২৩:৪৯

রাশিয়া সোমবার জানিয়েছে, তারা শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, ‘গত রাতে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।’

আঞ্চলিক সরকার জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে তাতারস্তানে ‘শিল্প-উদ্যোগ’ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয়। সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু বলা হয়নি।

আঞ্চলিক গভর্নর ভøাদিস্লাভ শাপশা বলেন, মস্কোর পাশের কালুগা অঞ্চলে, একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ১৪টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে, আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, কিয়েভ চারটি হাই মবিলিটি আর্টিলারি রকেট (এইচআইএমএআরএস)-ও ছুঁড়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান। কিয়েভ ও মস্কো উভয়ই সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে সংঘাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: