odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান নৌবাহিনীর

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৫ ২৩:৩৭

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

আজ শনিবার বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মেডিকেল টিম সেন্টমার্টিন দ্বীপের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

এ ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ কয়েকশ’ দ্বীপবাসী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল এই কার্যক্রম পরিচালনা করেন এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এসময় কোস্ট গার্ডের প্রতিনিধিরাও উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: