odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইবিতে আল-হাদিস বিভাগের বিদায় সংবর্ধনা

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৫ ২৩:৪৯

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. এ কে এম ওয়ালীউল্লাহ এছাড়াও বিভাগের সকল পর্যায়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মতত্ত্ব অনুষদের সংবর্ধনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ টি এম কেরামত আলী।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনারা শুধু আমাদের শিক্ষার্থী নন, আপনারা বিশ্বমানের শিক্ষার্থী। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকুন। যারা উচ্চশিক্ষার জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যাবেন, তারা আমাদের সঙ্গে সেই প্রতিষ্ঠানের সম্পর্ক দৃঢ় করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আজও ধর্মতত্ত্ব অনুষদের বিভাগের কোড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক নিবন্ধিত হয়নি, তবে শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: