ঢাকা | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

রেড স্কয়ারে কুচকাওয়াজের আগে মস্কোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা

odhikarpatra | প্রকাশিত: ৬ মে ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৬ মে ২০২৫ ২৩:৩৯

রাশিয়ার রেড স্কয়ারে নাৎসি পরাজয়ের বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজের তিন দিন আগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো থেকে এএফপি এই তথ্য জানায়।


রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানায়, গত মঙ্গলবার মস্কোর চারটি সহ অন্তত ডজনখানেক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত ছিল।

রুশ কর্তৃপক্ষ জানায়, ইউক্রেন রাতভর ১০০টির বেশি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ১৯টি মস্কোর আকাশসীমায় ভূপতিত করা হয়। হামলায় কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ১৩৬টি ড্রোন হামলা চালায়। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, ওডেসা ও ক্রামাতোর্স্ক শহরে রুশ হামলায় দু’জন নিহত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন ৯ মে’র কুচকাওয়াজ ঘিরে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, যেটিকে ইউক্রেন ‘ সাজানো নাটক’ বলে প্রত্যাখ্যান করেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ প্রায় ২০ দেশের নেতারা কুচকাওয়াজে যোগ দেওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: