odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ভারতের দাবি পাকিস্তানের গুলিতে ১৩ বেসামরিক নাগরিক নিহত, আহত ৫৯

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২৫ ২৩:৫৯

ভারত সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে বুধবার থেকে কাশ্মীররের নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে গোলাগুলির ঘটনায় পাকিস্তানের গুলিতে তাদের ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫৯ জন। এর আগে ভারতের হামলার পর পরিস্থিতি কামান হামলায় রূপ নেয়। নয়াদিল্লি থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সবাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা। আহতদের বেশিরভাগই ওই শহরের বাসিন্দা।

ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণের সময় বুধবার পুঞ্চে একজন সৈন্য নিহত হয়েছেন, যার ফলে ভারতের দিকের মোট নিশ্চিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।



আপনার মূল্যবান মতামত দিন: