odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

স্বপ্নের পথে নয়নের থেমে যাওয়া পা

odhikarpatra | প্রকাশিত: ৩০ May ২০২৫ ২৩:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ May ২০২৫ ২৩:১৫

ইবি প্রতিনিধি:


চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন এবং সামনে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা। ছোটবেলা থেকেই পড়ালেখার যেমন পটু পাশাপাশি খেলাধুলাতেও সমান পারদর্শী। সাম্প্রতিক ক্রিকেট খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ইঞ্জুরিতে করুণ সময় পার করছে নয়ন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত ২৪ এপ্রিল ক্রিকেট খেলতে গিয়ে আঘাত পেয়ে পায়ের লিগামেন্ট ইঞ্জুরি হয় নয়নের। পরবর্তীতে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর ৩০ মে ডাক্তার তাকে অপারেশন করার পরামর্শ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, তার বাবা অনেক আগেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু অসুস্থ মা। তাই এই করুণ সময়ও বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আনন্দনগরের একটা মেসে অবস্থান করছেন নয়ন। বন্ধুদের শুশ্রূষা এখন তার একমাত্র ভরসা।

এখন সকলের সম্মিলিত সাহায্য পারে তার এই কঠিন সময়কে পার করতে। তার অপারেশনের জন্য প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন।


এ বিষয়ে তার বন্ধু ছাব্বির হোসেন বলেন, "গত ২৪ এপ্রিল ও ক্রিকেট খেলতে গিয়ে আঘাত পেয়ে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়।পরবর্তীতে তাকে কুষ্টিয়া লালন শাহ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ডা. আহসান হাবিবকে দেখালে সে ২১ দিনের জন্য পা প্লাস্টার করে দেয়।পরবর্তীতে ১৫ মে ডাক্তার আবার 'এমআরআই' করাতে বলে এবং রিপোর্টে আসে লিগামেন্ট ছেড়েনি এবং ১৪ দিন পরে আসতে বলে। ৩০ মে ডাক্তারের কাছে আবার গেলে ডাক্তার তারে ঢাকা নিয়ে অপারেশন করতে বলে।নয়নের বাবা বেঁচে নেই।ওর পরিবারের পক্ষে এই টাকার ব্যবস্থা করা সম্ভব না। আপনারা যদি নয়নের সাহায্যে এগিয়ে আসেন তাহলে ও খুব তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে।"

 

মো. সামিউল ইসলাম, ইবি প্রতিনিধি

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ :০১৫২২১০৫৯৫৫ (মো. নয়ন আলী)



আপনার মূল্যবান মতামত দিন: