ঢাকা | বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নতুন অনুষদের অধীনে ইবির দা'ওয়াহ্ বিভাগ

odhikarpatra | প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ০০:১৬

odhikarpatra
প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ০০:১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে নবপ্রতিষ্ঠিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’-এর অধীনে হস্তান্তরের সিন্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ১৯৮৩ (সংশোধিত-২০১১)-এর ৭(১)(খ) উপ-ধারা মোতাবেক মাননীয় চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের অধীনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে স্থানান্তরের অনুমোদন দিয়েছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা গেছে, বিভাগের সকল কার্যক্রম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের (Faculty of Islamic and Comparative Religion) অধীনে পরিচালিত হবে। এছাড়া এই অনুষদের অধীনে ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘তুলনামূলক ধর্ম’ ও ‘মুসলিম দর্শন’ নামে আরও কয়েকটা বিভাগের কথা ভাবছে প্রশাসন।

এর আগে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ' আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ বলেন, ‘হস্তান্তরের চিঠি পেয়েছি। আপাতত আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়েই এই অনুষদের যাত্রা শুরু। আমাদের ডিন হিসেবে উপাচার্য নিজেই দায়িত্বে থাকবেন। আরও বিভাগ বাড়ানোর ক্ষেত্রে শিক্ষক ক্লাসরুম প্রয়োজন হবে। এখন আমরা আগের ক্লাসরুম আর সেটআপ নিয়েই চলছি।’


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: