
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেছেন, ছবি শুধু মুহূর্তকে ধরে রাখে না এটা আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে। ফটোগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম, এর মাধ্যমে আমরা নিজেদেরকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি এবং অন্যের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানতে পারি।
মঙ্গলবার (১৯ আগস্ট) 'বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৫' উপলক্ষে ক্যাম্পাসের ডায়না চত্বরে 'ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি'র (IUPS) আয়োজিত দিবস পালন অনুষ্ঠানে এসব বলেন তিনি। এসময় সংগঠনটি কেক কেটে এ দিবস পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং ফোটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ ও সদস্যরা ।
এসময় প্রক্টর গুরুত্বপূর্ণ মুহুর্তকে ফ্রেমে বন্দী করতে সকলে ছবি তোলাকে উৎসাহিত করতে বলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, "ফটোগ্রাফি আমাদের জীবনের একটি অংশ। আমরা দৈনন্দিন জীবনে যা যা করি এগুলো যদি সংরক্ষিত না থাকে তাহলে আমরা তা ভুলে যাই। "ইসলামি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি" বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংরক্ষণ করছে। আশা করছি ক্যাম্পাসে ফটোগ্রাফিক সোসাইটির কর্মতৎপরতা আরো বৃদ্ধি পাবে। আমি তাদের সাফল্য কামনা করছি।"
উল্লেখ্য যে, "ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি" (IUPS) মূলত ফটোওয়াক, প্রদর্শনী, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকচিত্রচর্চায় উৎসাহিত করে। তারা ক্যাম্পাসের সৌন্দর্য, সংস্কৃতি ও বিশেষ মুহূর্তগুলো ছবি ধরে রাখে এবং বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে সৃজনশীলতা বিকাশে কাজ করে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: