odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

জাকসুতে ৩৩ বছর পর ভোট হচ্ছে আজ

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ১৩:১১

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ১৩:১১

অধিকার পত্র ডটকম | ক্যাম্পাস প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট। দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ভোটার ও প্রার্থী

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী আজ ভোট দেবেন। এর মধ্যে ছাত্রী ৫,৭২৮ জন এবং ছাত্র ৬,০১৫ জন

  • কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
  • একই সঙ্গে ২১টি হল সংসদেরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্র ও বুথ

প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ২২৪টি বুথে ভোট হবে। প্রতিটি হলে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও প্রশাসনের দায়িত্বশীলরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

শিক্ষার্থীদের প্রত্যাশা

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নির্ধারণ করতে পারায় আনন্দিত। অনেকেই আশা করছেন, এই নির্বাচন ক্যাম্পাস রাজনীতিতে নতুন ধারা ও গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনবে।



আপনার মূল্যবান মতামত দিন: