odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানববন্ধন

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ২২:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ২২:৩০

কুষ্টিয়া, ১৩ সেপ্টেম্বর – ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ছাত্রদল নেতা আবিদুল ইসলামের উক্তিকে ব্যঙ্গ করে তৈরি হওয়া একটি ভিডিওর প্রতিবাদে মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ক্যাম্পাসের বটতলায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জড়িতদের হল থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে ধরেন, যেমন:

  • "আবু সাইদ-ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দিব না"
  • "জুলাই আগষ্টের বিপ্লবী স্লোগান নিয়ে মককারীদের শাস্তি চাই"
  • "জুলাইয়ের অবমাননা মানি না, মানব না"
  • "বাকস্বাধীনতা চেয়েছি কিন্তু জুলাই অবমাননা চাইনি"

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সূত্রপাত ঘটে গত ৯ সেপ্টেম্বর। নাহিদুর রহমান নামের এক শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে আবিদুল ইসলামের "প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না" এবং "আপনাদের ভাই ছেড়ে যাওয়ার মানুষ না" উক্তি ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়।

আইন বিভাগের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন,
"জুলাই মাসের স্লোগান আমাদের সাহস যুগিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহ দিয়েছে। সেই ঐতিহাসিক বক্তব্যকে ব্যঙ্গ করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"

অন্য শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন,
"জুলাই কারো একার নয়। আবিদ ভাইয়ের সেই স্লোগানের কারণে আমরা স্বাধীন। এটি নিয়ে মজা করা ঠিক নয়। আমরা কাউকে ছাড় দেব না।"

অভিযুক্ত শিক্ষার্থীরা দাবি করেছেন, মূল ভিডিওটি ২৭ সেকেন্ডের ছিল। এতে "তুমিও জানো, আমিও জানি, সাদিক কাইয়ুম পাকিস্তানি" স্লোগানও ছিল। তবে কেটে ১২ সেকেন্ডের ভিডিও প্রচার করা হয়েছে। তারা বলেন, ভিডিওটি মূলত ডাকসু নির্বাচনের সময় আবিদুল ইসলামের বিভিন্ন উক্তির সমালোচনা হিসেবে তৈরি করা হয়েছিল।

মানববন্ধনের পাশাপাশি, ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ অভিযোগটি জমা দিয়েছেন।

উল্লেখ্য, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা সচেতন হয়ে ঘটনা অনুসন্ধান করছে।

সামিউল ইসলাম 

ইবি প্রতিনিধি 



আপনার মূল্যবান মতামত দিন: