odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫
উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান শিক্ষার্থীদের (ভিডিও সহ)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে রাতভর বিক্ষোভ

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৫ ০৭:৩০

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৫ ০৭:৩০

রাজশাহী, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী শনিবার রাতভর বিক্ষোভ করেছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। উপাচার্য সালেহ হাসান নকীব রাত দেড়টার দিকে বাসভবনের ফটকের কাছে এসে মাইক হাতে বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করা হয়েছে এবং রোববার (আজ) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। তবে শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন এবং স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন বিকেলে প্রশাসনিক ভবন থেকে বের হলে শিক্ষার্থীরা তাঁর গাড়ি আটকে দেয় এবং পরে জুবেরী ভবনে তাঁকে ও আরও কয়েকজন শিক্ষককে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার কর্মবিরতির ডাক দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: