odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

একদিনে আরও ৭৩৫ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত ৩

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৭:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৭:৫২

অধিকার পত্র ডেস্ক 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

এদিকে, গত একদিনে ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ৪৪,১৮৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড় করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৬,৭৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।



আপনার মূল্যবান মতামত দিন: