odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

“জ্বরের সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা চালাতে স্বাস্থ্য অধিদপ্তরের আপিল”

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ২০:২৫

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ২০:২৫

 

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ — স্বাস্থ্য অধিদপ্তর তাদের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে আবেদন করেছে, জ্বর দেখা মাত্রই কাছাকাছি হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য।

এই অনুরোধ প্রকাশ করেছেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক), ডা. মঈনুল আহসান। তিনি জানিয়েছেন, সম্প্রতি এক দিনে নয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে  এর মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই মারা গেছেন এবং ১ জন হাসপাতালে ভর্তির পরের দিন মারা গেছেন।

মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, রোগী হাসপাতালে দেরিতে আসায় রোগ জটিল রূপ নিয়েছে, ফলে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া যায়নি।

অধিদপ্তর আরও বলেছে, বর্তমানে সমস্ত হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা কিট, স্যালাইন ও ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে মৃত্যুহার কমাতে রোগ নির্ণয় দ্রুত করতে, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিতে ও মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: