odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জাবিতে গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থী গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৫ ১৭:০৩

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৫ ১৭:০৩

প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৩:৪৫

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকা থেকে গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুইমিংপুল সংলগ্ন এলাকায় দুই যুবক বসে গাঁজা প্রস্তুত করছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানায়, “এখানে মাঝেমধ্যে গাঁজা খাই। সবাই খায়, কাউকে কিছু বলতে দেখি না।”

পরে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন—আজিজুর রহমান শান্ত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (তার বাবা জাবির হিসাব শাখার স্টাফ মিজানুর রহমান) এবং আসিফ হাসান, গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সুইমিংপুল এলাকায় নিয়মিত মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ স্থানটি এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে।

এ বিষয়ে জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর অসিম চন্দ্র রায় বলেন,

“বহিরাগতরা এসে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে।”

তিনি আরও জানান,

“ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের এক স্টাফের সন্তানও ছিল। মানবিক কারণে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


 





আপনার মূল্যবান মতামত দিন: