মুন্সীগঞ্জ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম :
মুন্সীগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউটের (KK Government Institute) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো সর্বকালের সবচেয়ে বৃহৎ প্রাক্তন ছাত্র পুনর্মিলনী। দীর্ঘ ৩২ বছর পর নিজ স্কুলে ফিরে এসে আবেগাপ্লুত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু।
মূল তথ্য / ঘটনাবলি:
অধ্যাপক ড. লিটু জানিয়েছেন, ১৯৮৮ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া থেকে শুরু করে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচ—এই পাঁচ বছরের স্মৃতি আজও তার হৃদয়ে উজ্জ্বল। বহু বছর পর স্কুল প্রাঙ্গণে পা রাখা মাত্রই যেন আবার সেই পুরোনো দিনগুলো ফিরে এসেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সাথে আড্ডা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা আর জুনিয়রদের উচ্ছ্বাস—সব মিলিয়ে অত্যন্ত অন্যরকম এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল।
সংশ্লিষ্টদের বক্তব্য:
ড. মাহবুবুর রহমান লিটু তার ফেসবুক পোস্টে লেখেন—
“কীভাবে ভুলিব তোমায়, হে আমার স্কুল! আজকের আমি যে তোমারই অবদান। ৩২ বছর পর স্কুলে এসে মনে হলো আবার যেন সেই হাইস্কুলের শিক্ষার্থী হয়ে গেছি!”
তিনি আরও উল্লেখ করেন, এ বন্ধন কেবল ’৯৩ ব্যাচের মধ্যেই সীমাবদ্ধ নয়; ’৬০ ও ’৭০ দশকের সিনিয়রদের থেকে শুরু করে ’২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে।
তিনি সকল সহপাঠী, শিক্ষক এবং সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“আজকের দিনটা আজীবন মনে রাখার মতো। এই বিদ্যালয়ের সাথে রয়েছে আত্মার বন্ধন।”
--

আপনার মূল্যবান মতামত দিন: