odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৭-২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন। ২০০ ডেলিগেট, ৬টি কমিটি ও ২০ জন নির্বাহীর অংশগ্রহণে তিনদিনব্যাপী এই আয়োজন হবে শিক্ষামূলক ও ফলপ্রসূ।

পঞ্চমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৫৭

কুমিল্লা, ২৫ নভেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ’ সম্মেলন। কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসছে ২৭-২৯ নভেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময়।

এই সম্মেলনে এবার থাকছে ৬টি বিশেষায়িত কমিটি

  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC)
  • সাধারণ পরিষদ-১ (DISEC)
  • মানবাধিকার কমিশন (UNHRC)
  • বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (BFIU)
  • আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP)
  • ঐতিহাসিক সংকট কমিটি (HCC)

কর্তৃপক্ষের বক্তব্য
সংগঠনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন,
“২০১৮, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার পঞ্চমবারের মতো আমাদের কনফারেন্স হতে যাচ্ছে। এবার দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ জন ডেলিগেট অংশ নেবেন। তাদের দিকনির্দেশনা দিতে থাকবেন ২০ জন অভিজ্ঞ নির্বাহী সদস্য। অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সুবিধা প্রদানে আমরা প্রস্তুত। আশা করি এবারের আয়োজনও হবে অত্যন্ত শিক্ষামূলক ও ফলপ্রসূ।”

পূর্বাপর তথ্য
কুবিতে প্রথম ছায়া জাতিসংঘ আয়োজন হয় ২০১৮ সালে। এরপর ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে আরও তিনটি জাতীয় পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার হাসান জুবায়ের



আপনার মূল্যবান মতামত দিন: