odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিষয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬টি সেশনে ১৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

রাবিতে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেসে আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ১৮:২৭

রাজশাহী | ২৯ নভেম্বর ২০২৫


ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিষয়ে আধুনিক গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে -এ। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে শুরু হওয়া সম্মেলনের প্রতিপাদ্য ছিল—
“Innovation, Application and Future Trends in Animal Health and Production”

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন -এর উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা: ফরিদ উদ্দীন খান এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোইজুর রহমান।

কর্তৃপক্ষের বক্তব্য
ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা ও সম্মেলনের সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক কে এম মোজাফফর হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন -এর উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম এবং বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহ্ মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ সারওয়ার জাহান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মো. জালাল উদ্দীন সরদার।

উদ্বোধনী পর্ব শেষে ছয়টি একাডেমিক সেশনে মোট ১৫০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: