odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ICMRS-2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯–১০ জানুয়ারি। অংশ নেবেন দেশ-বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

odhikarpatra | প্রকাশিত: ৩ December ২০২৫ ১৭:১১

odhikarpatra
প্রকাশিত: ৩ December ২০২৫ ১৭:১১

অধিকার পত্র ডটকম 

কুবিপরতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৫


–এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস (ICMRS-2026)’ শীর্ষক এ সম্মেলন আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা।


সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত গবেষণাপত্রসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে

অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ সময় ৫ ডিসেম্বর, ফুল পেপার জমার শেষ সময় ২০ ডিসেম্বর এবং আর্লি বার্ড নিবন্ধনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধন ফি:

  • স্থানীয় প্রতিনিধি: ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০ টাকা)
  • অতিথি: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০ টাকা)
  • শিক্ষার্থী: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০ টাকা)
  • বিদেশি প্রতিনিধি: ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার)
  • বিদেশি শিক্ষার্থী: ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)

নিবন্ধন ফি সোনালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় ICMRS-2026 অ্যাকাউন্টে এবং নির্ধারিত বিকাশ নম্বরের মাধ্যমে জমা দেওয়া যাবে।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন,
“এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও র‍্যাংকিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দেশ-বিদেশের উচ্চ সাইটেশনধারী গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছি।”

সম্মেলন আয়োজন কমিটির সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব জানান,
“প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত বড় বিজ্ঞান সম্মেলন আয়োজন করা হচ্ছে। স্বল্প নিবন্ধন ফি রেখে সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। সম্মেলনের একটি অংশ বিশ্ববিদ্যালয়ে এবং আরেকটি অংশ বার্ডে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদেশের খ্যাতিমান গবেষকদের নিয়ে একটি সায়েন্টিফিক কমিটি গঠন করা হয়েছে।

 


সংবাদ দাতা : শাহরিয়ার যুবায়ের 



আপনার মূল্যবান মতামত দিন: