odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়া: মধ্যরাতেই ঢাকায় পৌঁছাবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স!

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৫ ১৬:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৫ ১৬:০৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বসম্মত মতামত অনুসারে তাঁকে দ্রুত লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের কাছে তাঁর চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তিন দফা ভার্চুয়াল মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা জটিলতা মোকাবিলার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

এর কিছুক্ষণ পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে জানান, আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে ভোরের মধ্যেই খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে এয়ার অ্যাম্বুলেন্স।”

বিশেষজ্ঞ চিকিৎসকদের জটিলতা বিশ্লেষণ

এভারকেয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

  • ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতির দিকে
  • হৃদ্‌যন্ত্রে জটিলতা এখনো রয়ে গেছে
  • অন্য জটিলতাগুলো বেশিরভাগই অপরিবর্তিত

গতকাল রাতে চীনের চারজন বিশেষজ্ঞ ঢাকায় পৌঁছে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে যুক্তরাজ্য থেকে আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। রাতেই তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক সব রিপোর্ট পরীক্ষা করেন।

শারীরিক অবস্থা ও হাসপাতাল পর্যবেক্ষণ

১২ দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার ভোরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। দেশের মানুষ তাঁর সুস্থতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে।

খালেদা জিয়া সর্বশেষ জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে চার মাস অবস্থান করেন এবং ৬ মে দেশে ফেরেন।



আপনার মূল্যবান মতামত দিন: