odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
DU Business Studies Admission Test Held at Chittagong University Center with 98% Attendance

চবি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৫ ২২:৪১

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৫ ২২:৪১

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপাচার্যের পরিদর্শন: সন্তোষ প্রকাশ

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান—

  • চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার
  • উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান
  • উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন

উপাচার্য বলেন—“অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাবির ভর্তি পরীক্ষা চবি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা জোরদারসহ সকল প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করা হয়।”

তিনি ভর্তি কার্যক্রমে সহযোগিতার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গণমাধ্যম প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

৯৮% উপস্থিতি, সফল সমন্বয়

চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান—

  • নিবন্ধিত পরীক্ষার্থী: ৩,৬২৭ জন
  • অংশগ্রহণকারী: ৩,৫৪৩ জন
  • উপস্থিতি: ৯৮%

তিনি বলেন—“২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে আমরা অত্যন্ত সফলভাবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা সম্পন্ন করেছি।”

কারা উপস্থিত ছিলেন

পরীক্ষা পরিদর্শন ও পরিচালনায় আরও উপস্থিত ছিলেন—

  • ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইসতিয়াক
  • ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার
  • চবি রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ
  • বিভিন্ন অনুষদের ডিন
  • শিক্ষক সমিতির সভাপতি ও বর্ষীয়ান শিক্ষকবৃন্দ
  • প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা

উপাচার্য জানান—পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোও যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব বিভাগের সহযোগিতা কাম্য।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: