odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি: চিকিৎসায় ‘সাড়া দিচ্ছেন’ সাবেক প্রধানমন্ত্রী, মেডিকেল বোর্ডের সদস্যের আশাবাদ |

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৫ ২৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৫ ২৩:০৯


নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৭ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া) করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, "চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন এবং সেটি নিয়ে উনি সত্যিকার অর্থে সাড়া দিচ্ছেন।" তবে তিনি সতর্ক করে বলেন, খালেদা জিয়া যেহেতু একজন রোগী, তাই মেডিকেল সায়েন্স অনুযায়ী তার সকল তথ্য প্রকাশ্যে বলা সম্ভব নয়।
বিদেশে যেতে না পারার কারণ:
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে না পারার প্রসঙ্গে জাহিদ হোসেন দুটি প্রধান কারণ উল্লেখ করেন:
১. কারিগরি ত্রুটি: এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি।
২. শারীরিক অবস্থা: ওই সময়ের জন্য দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা ফ্লাই করার উপযুক্ত না থাকা।
তিনি নিশ্চিত করেন, খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একটি সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি রয়েছেন।
চিকিৎসার হালনাগাদ ও বোর্ডের আশাবাদ:
ডা. জাহিদ হোসেন আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আশাবাদী যে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে পারবেন।
মেডিকেল বোর্ডের একটি সূত্র থেকে জানা যায়, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। কিডনির সমস্যার কারণে শরীরে হিমোগ্লোবিন কমে গেলেও সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং ফুসফুসেরও উন্নতি আছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য তাকে পরবর্তী সময়ে যেকোনো মুহূর্তে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে, তবে এখনো সেই তারিখ বলার সময় আসেনি বলেও তিনি উল্লেখ করেন।
পরিবারের নজরদারি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন এবং তিনি প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। বর্তমানে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসার বিষয়টিতে সরাসরি যুক্ত রয়েছেন।
ডা. জাহিদ হোসেন এই সংকটময় পরিস্থিতি সফলভাবে অতিক্রম করার জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।



|| #খালেদা_জিয়া #এভারকেয়ার_হাসপাতাল #বিএনপি #এ_জেড_এম_জাহিদ_হোসেন #রাজনীতি_সংবাদ #সুস্থতার_দোয়া #আইসিইউ #জুবাইদা_রহমান #অধিকারপত্র |

 

চিকিৎসায় ‘সাড়া দিচ্ছেন’ খালেদা জিয়া! সংকটাপন্ন অবস্থায়ও আশার খবর, তবুও বিদেশ যাওয়ার সময় হয়নি! |


|   খালেদা জিয়া, এভারকেয়ার হাসপাতাল, এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ড, চিকিৎসা, সংকটাপন্ন, আইসিইউ, কিডনি সমস্যা, বিদেশ চিকিৎসা, জুবাইদা রহমান। |



আপনার মূল্যবান মতামত দিন: