odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিবেশ বিজ্ঞানের ২৫ বছর পূর্তি: উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৫ ২১:৫০

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৫ ২১:৫০

১১ ডিসেম্বর ২০২৫
অধিকারপত্র ডটকম 

চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের ২৫ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম, বাংলাদেশ: পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

চবির সবুজ ক্যাম্পাসে এই বিশেষ দিনটি উদযাপনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের উপস্থিতি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে র‍্যালিটি শুরু হয়। এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ বিজ্ঞানের এই গৌরবোজ্জ্বল ২৫ বছর পূর্তিকে সকলের সামনে তুলে ধরে।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বর্ণাঢ্য র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনসিসি সমন্বয়ক কর্মকর্তা ও ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান এবং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অতিথিবৃন্দ পরিবেশ বিজ্ঞানের এই দুই দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের পরিবেশ সুরক্ষা ও গবেষণায় গ্র্যাজুয়েটদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।


> স্মরণীয় আয়োজন: এই রজতজয়ন্তী উপলক্ষে আগামী শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ক্যাম্পাসে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত আয়োজনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ ইয়াহ্ইয়া আখতার।



আপনার মূল্যবান মতামত দিন: