ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
১১ ডিসেম্বর ২০২৫, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত নবাগত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭–১১ ডিসেম্বর পর্যন্ত চলা এই “Foundation Training Program For Professional Development”–এ অংশ নেন বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মোট ২৮ জন নবনিযুক্ত শিক্ষক।
চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, “তোমরা কঠিন প্রতিযোগিতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছো। এখন দায়িত্ব আরও বাড়ল। গবেষণা, একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, আগামী বছর থেকে চবিতে ওবিই কারিকুলাম চালু হবে, যেখানে নতুন শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন নবাগত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আইকিউএসি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণের অভিজ্ঞতা তোমরা বিভাগীয় ও শ্রেণিকক্ষে প্রয়োগ করলে বিশ্ববিদ্যালয় আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।
৫ দিনের প্রশিক্ষণে মোট ১৯টি সেশন পরিচালিত হয়, প্রতিদিন সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। অংশগ্রহণকারী শিক্ষকরা মতামত, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।
শেষে নবাগত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ–সনদ তুলে দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: