ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি হলের প্রবেশপথে পাকিস্তানের প্রতীকী পতাকার ওপর পায়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার বিকেলে জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের সামনে এবং এর আগের রাতে সার্জেন্ট জহুরুল হক হলে অনুষ্ঠিত হয় এই প্রতীকী প্রতিবাদ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
প্রতীকী পাকিস্তান পতাকায় শিক্ষার্থীরা লিখে দেন—“NO COMPROMISE WITH RAZAKAR”। বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনেও একইভাবে পতাকা মাটিতে স্থাপন করে তার ওপর দিয়ে হাঁটতে দেখা গেছে শিক্ষার্থীদের।
জিয়াউর রহমান হলের সামনে প্রতিবাদে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কারিব চৌধুরী বলেন,
“মহান বিজয় দিবসের এই মাসে আমাদের আজকের উদ্যোগ সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ, যাঁদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের প্রতি।”
তিনি আরও বলেন,
“এই প্রতিবাদ আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে উৎসারিত। আশা করি, ঢাবি থেকেই স্বাধীনতার মূল্য ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝে।”
ঢাবি ক্যাম্পাসে বিজয় দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের এ ধরনের প্রতীকী প্রতিবাদ নবীনদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদে তোলপাড়—‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
#ঢাবি #ঢাকা_বিশ্ববিদ্যালয় #রাজাকার #NoCompromiseWithRazakar #CampusNews #অধিকারপত্রডটকম

আপনার মূল্যবান মতামত দিন: