অধিকারপত্র ডটকম, বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির খোঁজখবর নেন।
রাত ১১টা ২০ মিনিটে তিনি প্রথমে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরে একই হাসপাতালের অন্য ওয়ার্ডে গিয়ে ওসমান হাদির সঙ্গে সাক্ষাৎ করেন।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,
“মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। এরপর রাত ১১টা ২০ মিনিটে তিনি গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে দেখতে যান।”
হাসপাতাল সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপনার মূল্যবান মতামত দিন: