কুবিতে ছাত্রশিবিরের 'রান উইথ শিবির' কর্মসূচি: ১৫০০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন, জুলাই আন্দোলন ও শরীফ ওসমান হাদির উল্লেখ!
পূর্ণাঙ্গ প্রতিবেদন (অধিকারপত্র ডটকম স্টাইলে)
'ইন্সপায়ারিং ইউনিটি, রান ফর ভিক্টোরি':
কুবিতে ছাত্রশিবিরের কর্মসূচি, মনোযোগে জুলাই আন্দোলন ও আহত হাদি
কুবি প্রতিনিধি: 'ইন্সপায়ারিং ইউনিটি, রান ফর ভিক্টোরি' স্লোগানকে সামনে রেখে 'রান উইথ শিবির' কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবির।
কর্মসূচির বিবরণ:
শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটক থেকে কর্মসূচিটি শুরু হয়। দৌড়টি প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড়, ম্যাজিক প্যারাডাইস ও সিসিএন রোড অতিক্রম করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।
জানা গেছে, এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেড় হাজারের অধিক শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৭০০ জনের বেশি শিক্ষার্থী উপহার গ্রহণ করেন এবং সরাসরি কর্মসূচিতে অংশ নেন। যারা রেজিস্ট্রেশন করেও অংশ নিতে পারেননি, তাদের কাছে উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
শিক্ষার্থীদের সমর্থন:
ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নুর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, "আজকের শিবিরের এই উদ্যোগ আমাদের মননশীলতা ও মেধার বিকাশে সহায়তা করবে। আমরা আশাকরি সব রাজনৈতিক সংগঠনগুলো আমাদের সৃজনশীল কাজে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।"
বক্তাদের বক্তব্য: জুলাই আন্দোলন ও ঐক্য:
কর্মসূচিতে বক্তাদের বক্তব্যে জুলাই আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উঠে আসে।
কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন গভীর দুঃখ প্রকাশ করে বলেন, "আমরা গতকাল দেখেছি জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী,
ফ্যাসিবাদের ভীত যারা কাঁপিয়ে তুলেছিলো এবং জুলাই আন্দোলনের পরেও যারা থেমে নেই, তাদের মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। হাদি গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে তার হাজারো, লাখো সাথী, গুলিবিদ্ধ হয়েছে জুলাই আন্দোলন, গুলিবিদ্ধ হয়েছে সারা বাংলাদেশ।" তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করার জন্য সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি
বিশ্ববিদ্যালয়ের খালেদ সাইফুল্লা এবং সাইফুল ইসলাম ভুট্টো খুন হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন।
ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ও কুবি শাখার সাবেক সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি জানান, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো গত কাল নির্মমভাবে গুলিবিদ্ধ হওয়া
শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা, যিনি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। তিনি দেশের এই পরিস্থিতিকে 'প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব ও হস্তক্ষেপের' ফল হিসেবে আখ্যা দেন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ছাত্রশিবির কোনো প্রচলিত রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি মেধা, দক্ষতা ও যোগ্যতার সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি 'স্বতন্ত্র

আপনার মূল্যবান মতামত দিন: