অধিকারপত্র.কম–
রাজশাহী | ১৪ ডিসেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)কে ঘিরে মুক্তিযুদ্ধবিরোধী মতাদর্শ প্রতিষ্ঠার গুরুতর অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী-নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রাকসু সহ গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে একটি মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর আদর্শ বাস্তবায়নের যন্ত্রে পরিণত করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা না জানানো, বিজয় ফিস্ট বন্ধ রাখা, পাকিস্তানপন্থী গোষ্ঠীর প্রকাশ্য উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ‘একাত্তরবিরোধী ও প্রোপাগান্ডামূলক’ বইয়ের স্থান দেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সমালোচনার মুখে কেবল দোয়া মাহফিলের আয়োজন করলেই এই প্রবণতা আড়াল করা সম্ভব নয়।
সংশ্লিষ্টদের বক্তব্য / প্রতিক্রিয়া:
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, যারা একসময় লেজুড়বৃত্তির বিরোধিতার নামে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন, তারাই এখন পুরো বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি দলীয় প্রতিষ্ঠানে রূপ দিতে চাইছেন।
তিনি এসব কর্মকাণ্ডকে ‘প্রকাশ্য ও অপ্রকাশ্য হিপোক্রেসি’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান—এসব ব্যক্তি ও প্রবণতাকে চিনে রাখার জন্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাকসুর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একাত্তর ইতিহাস বিশ্ববিদ্যালয় প্রশাসন রাবি বিতর্ক ক্যাম্পাস রাজনীতি শহীদ বুদ্ধিজীবী দিবস মুক্তিযুদ্ধবিরোধী অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি রাকসু

আপনার মূল্যবান মতামত দিন: