ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৪ ডিসেম্বর:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাত্তরের যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে ডাকসু ক্যাফেটেরিয়া ভবনের সামনে স্থাপিত ‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপের মাধ্যমে তারা এই ঘৃণা ও প্রতিবাদ জানান।
ফেসবুকভিত্তিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’–এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি ও পাকিস্তানি দোসরদের প্রতি প্রতীকী ঘৃণা প্রকাশ করেন।
ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সংযুক্ত করা হয়। পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ছবিও সেখানে প্রদর্শিত ছিল। শিক্ষার্থীরা জুতা নিক্ষেপের পাশাপাশি ‘নিঃশব্দ ঘৃণা’ শিরোনামের একটি গণস্বাক্ষর বোর্ডে নিজেদের প্রতিবাদী মন্তব্য লিখে অংশ নেন।
গণস্বাক্ষর বোর্ডে লেখা মন্তব্যগুলোতে উঠে আসে—
“রাজাকারদের রাজনীতি করার অধিকার নেই”,
“গণহত্যার সমর্থকরা কীভাবে সমাজে গ্রহণযোগ্য হয়?”—এমন প্রশ্ন ও ক্ষোভ।
আয়োজকেরা জানান, কর্মসূচিকে অংশগ্রহণমূলক ও প্রতীকী করতে জুতা নিক্ষেপে সফল অংশগ্রহণকারীদের জন্য ছোট পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়।
কর্মসূচির অন্যতম আয়োজক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন,
“১৯৭১ সালে যারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের সেই কালো ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়—সেটিই আমাদের বার্তা।”
শহীদ বুদ্ধিজীবী দিবসে এমন কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসজুড়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ, শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি
#শহীদ_বুদ্ধিজীবী_দিবস #ঢাকা_বিশ্ববিদ্যালয় #রাজাকার_বিরোধী_প্রতিবাদ
#মুক্তিযুদ্ধ #একাত্তর #CampusNews #BangladeshHistory
শহীদ বুদ্ধিজীবী দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকার বিরোধী প্রতিবাদ মুক্তিযুদ্ধ একাত্তর CampusNews BangladeshHistory

আপনার মূল্যবান মতামত দিন: