odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ইরাসমাস+ ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (ICM) কর্মসূচিতে যুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৬:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৬:৫৩

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউরোপীয় ইউনিয়নের বহুল আলোচিত ইরাসমাস+ ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (ICM) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে ইউরোপ ও তুরস্কসহ ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, কুবি সম্প্রতি OID (Organisation ID) অর্জন করেছে, যার নম্বর E10413895। এই OID পাওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি ইরাসমাস+ আইসিএম কর্মসূচিতে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল। বাংলাদেশে এটি অনেক সময় “ইরাসমাস স্ট্যাটাস” নামে পরিচিত হলেও বাস্তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো স্ট্যাটাস নেই; বরং এটি আইসিএম প্রোগ্রামে যুক্ত হওয়ার একটি প্রাতিষ্ঠানিক অনুমোদন।

দপ্তরটি আরও জানায়, ইরাসমাস+ আইসিএম কর্মসূচির ক্ষেত্রে মূল সমন্বয়কারী (Co-ordinating University) অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ অথবা তুরস্কের হতে হয়। সে অনুযায়ী কুবি ইউরোপের অংশীদার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হতে পারবে।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন,
“প্রায় দুই মাসব্যাপী আবেদন প্রক্রিয়া শেষে আমরা OID পেয়েছি। এর ফলে এখন কুবি ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার বাস্তব সুযোগ পেল।”

তিনি আরও জানান, এই সুযোগকে কার্যকর করতে কুবির অগ্রাধিকার থাকবে নতুন নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা। কারণ, আইসিএম কর্মসূচির আওতায় কুবি সরাসরি কোনো আর্থিক অনুদান পায় না। ইউরোপ বা সংশ্লিষ্ট দেশের অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো তাদের জাতীয় সংস্থার মাধ্যমে যে বার্ষিক তহবিল পায়, সেই তহবিলের আওতায় কুবির শিক্ষক ও শিক্ষার্থীরা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পারবেন—যদি অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো সফলভাবে তহবিলের আবেদন করতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কুবির অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো এই OID ব্যবহার করে ইরাসমাস+ আইসিএম তহবিলের জন্য আবেদন করতে পারবে। আবেদন অনুমোদিত হলে কুবির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনা, গবেষণা ও প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

শাহরিয়ার হাসান জুবায়ের
১৫ ডিসেম্বর ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: