odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

রাবিতে ছাত্রদলের প্রতীকী কর্মসূচি: পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৫ ২৩:৩৯

o ক্যাম্পাস প্রতিনিধি ডিসেম্বর ১৬,২০২৫ অধিকারপত্র ডটকম 

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাত্তরের রাজাকার, আলবদর ও আলশামসের ‘প্রতিকৃতিতে’ জুতা নিক্ষেপের প্রতীকী কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাঁশ ও খড় দিয়ে তৈরি তিনটি কাঠামোর ওপর মাটির হাঁড়ি স্থাপন করা হয়। প্রতিটি হাঁড়িতে আলাদাভাবে লেখা ছিল—‘রাজাকার’, ‘আলবদর’ ও ‘আলশামস’। শিক্ষার্থীরা প্রতীকী ওই কাঠামোতে জুতা নিক্ষেপ করেন। কর্মসূচির অংশ হিসেবে জুতা নিক্ষেপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় দেশের লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করে। একই সঙ্গে অসংখ্য নারী নির্যাতনের শিকার হন। সেই দেশদ্রোহী শক্তিগুলোর প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানাতেই এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, “রাজাকার, আলবদর ও আলশামস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অধ্যায় সৃষ্টি করেছে। আজও যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে পাকিস্তানপ্রীতির রাজনীতি করে, তাদের বিরুদ্ধেই এই কর্মসূচির মাধ্যমে ঘৃণা প্রকাশ করা হয়েছে।”

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “একাত্তরের অনেক রাজাকার আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের আদর্শধারীরা এখনো দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সেই অপশক্তির বিরুদ্ধেই আমাদের এই অবস্থান।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান (সোহাগ), সহসভাপতি জান্নাতুন নাঈম (তুহিনা)সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন: