odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: শিক্ষার্থীদের সহায়তায় জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার নানা উদ্যোগ

কুবি ভর্তিচ্ছুদের পাশে ‘জাতীয় ছাত্রশক্তি’: কলম বিতরণ থেকে আবাসন—সবই মিলছে এক ছাতার নিচে!

odhikarpatra | প্রকাশিত: ৩০ January ২০২৬ ২২:১২

odhikarpatra
প্রকাশিত: ৩০ January ২০২৬ ২২:১২

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। সংগঠনটির কুবি শাখার কর্মীদের উদ্যোগে দিনভর ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র পরিচালনা এবং জনমত গঠনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তথ্য সহায়তা বুথ স্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম বিতরণ এবং যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাইক সার্ভিস প্রদান করা হচ্ছে।

বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন সংকট নিরসনে গত রাত থেকেই থাকার ব্যবস্থা নিশ্চিত করেছেন সংগঠনটির কর্মীরা।
ভর্তিচ্ছুদের সহায়তায় বাড়তি মাত্রা যোগ করেছে তাদের বাইক সার্ভিস, যার নামকরণ করা হয়েছে ‘শহীদ আব্দুল কাইয়ুম’। এর মাধ্যমে যানজট এড়িয়ে দ্রুত পরীক্ষার্থীদের হলে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার কর্মী নাইম খান বলেন, "আমরা ভর্তিচ্ছুদের জন্য পানি, খাবার এবং আবাসনের সুব্যবস্থা করেছি। দুই দিনব্যাপী আমাদের এই সার্বিক সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আমাদের 'শহীদ আব্দুল কাইয়ুম' বাইক সার্ভিস নিয়োজিত আছে। সেবার পাশাপাশি আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের যৌক্তিকতা তুলে ধরে প্রচারণা চালাচ্ছি।"

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার এই দুইদিন শিক্ষার্থীদের যেকোনো জরুরি প্রয়োজন ও দিকনির্দেশনা দিতে সংগঠনটির একঝাঁক স্বেচ্ছাসেবী মাঠে সক্রিয় রয়েছেন।

জুবায়ের 



আপনার মূল্যবান মতামত দিন: