odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
রমজান সংযম এর মাস, তাই এ মাসে মহান আল্লাহ্‌'র কাছে নিজেকে কবুল করানো।

আওমীলীগ ক্ষমতায় থাকলে ইসলামের ধর্মের সমৃদ্ধি হয় সাগুফতা ইয়াসমিন এমিলি।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ May ২০১৮ ২৩:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ May ২০১৮ ২৩:৫৬

আজ ২৪/০৫/২০১৮ ইং রোজ বৃহষ্পতিবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ লৌহজং, মুন্সিগঞ্জ আয়োজিত ইফতার মাহফিল এ


প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন,

আওমীলীগ ক্ষমতায় থাকলে ইসলামের ধর্মের সমৃদ্ধি হয় সাগুফতা ইয়াসমিন এমিলি
রমজান সংযম এর মাস, তাই এ মাসে মহান আল্লাহ্‌'র কাছে নিজেকে কবুল করানো। আমাদের পবিত্র রমজান মাসে যেমন আমরা সংযমী হই তেমনি সারা মাস যেন সে ভাবে নিজের আত্তসুদ্ধির মাধ্যমে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসাবে মানব সেবা করতে পারি
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সায়লা ফারজানা,জেলা প্রশাসক,মুন্সিগঞ্জ।
উপস্হিত ছিলেন জনাব ওসমাণ গণি তালুকদার, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, লৌহজং উপজেলা পরিষদ।
জনাব আঃ রশিদ শিকদার, সাঃ সম্পাদক, লৌহজং উপজেলা আওয়ামীলীগ।


জনাব সিরাজ মৃধা ও রেজাউল ইসলাম ঢালু, সহঃসভাপতি, লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
জনাব তোফাজ্জল হোসেন তপন-উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আওয়ামীলীগ।
জনাব মেহদি হাসান ও বিএম সোয়েভ,যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ।
জাকির হোসেন বেপাারী ও স্বর্ণা নাজনীন,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ।
এইচ এম আজিজুল হক,
ওমর ফারুক রাজীব, শেখ শাওন সহ নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব হুমায়ূন কবির,
সহকারী কমিশনার ভূমি, পিআইও সাজেদা আক্তারসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
জনাব আশরাফ হোসেন,চেয়ারম্যান -মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান রফিক মোল্লা-লৌহজং তেউটিয়া,
চেয়ারম্যান হাজী মিজান হালদার-গাউদিয়া,
চেয়ারম্যান মালেক সিকদার-বৌলতলী,
চেয়ারম্যান আবুল কালাম আজাদ- কনকসার ইউনিয়ন পরিষদ সহ অত্র উপজেলার অন্যান্য চেয়ারম্যানবৃন্দ,
সহ সম্মানিত অতিথিবৃন্দ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন, লৌহজং, মুন্সিগঞ্জ।



আপনার মূল্যবান মতামত দিন: