odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

মিয়ানমারের ৭ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে কানাডা-ইইউ’র নিষেধাজ্ঞায় সমর্থন যুক্তরাষ্ট্রের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ June ২০১৮ ১৮:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ June ২০১৮ ১৮:৪২

 

 মিয়ানমারের ৭ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞায় জোরালো সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্মমভাবে বিতারনের পিছনে এই কর্মকর্তারা কলকাঠি নেড়েছেন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার ন্যূরট এক বিবৃতিতে বলেন, বার্মায় (মিয়ানমার) ধ্বংসযজ্ঞের জন্য জবাবদিহিতা জোরদার করতে কানাডা ও আমাদের ইউরোপীয় ইউনিয়নের অংশীদাররা চলতি সপ্তাহে ব্যবস্থা নিয়েছে। আমরা জোরালোভাবে এসব ব্যবস্থা সমর্থন করছি।
কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সোমবার বার্মার ৭ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে একই সময়ে ও প্রায় অভিন্ন নিষেধজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে মুসলিম রোহিঙ্গাদের রাখাইন থেকে বিতাড়নের নির্মম অভিযানে দায়িত্ব পালনকারী জেনারেলও রয়েছেন।
জাতিসংঘ এই নির্মম ধ্বংসযজ্ঞকে ‘জাতিগত নিধন’ এবং মানবাধিকার সংস্থাগুলো ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। এই ধ্বংসযজ্ঞে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা তাদের নিজ আবাস থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: