odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
টংগিবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়নে সগুফতা ইয়াসমিন এমিলি এ মসজিদ সুভ উদ্ভোদন করেন

মুন্সীগঞ্জের বালিগাও ইউনিয়নে হযরত আবুবক্কর রা: জামে মসজিদ শুভ উদ্ভোদন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ July ২০১৮ ০১:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ July ২০১৮ ০১:৫৮

আজ শুক্রবার বালিগাও ইউনিয়নের নয়াগাও গ্রামে আবুবকর রাঃ জামে মসজিদ উদ্ভোদন এর সময় সাগুফতা ইয়াসমিন  এমিলি বলেন আাওয়ামীলীগ সরকারের সময় দেশে ইসলাম ধর্মের প্রচার এবং প্রচার সবচাইতে বেশী হয়েছে

,এবং ইতি মধ্যে প্রতিটি জেলায় একটি করে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে এজন্য ইসলাম ধর্মকে সুসংহত রাখতে নৌকা মার্কার সরকার কে আাবার ক্ষমতায় বসাতে হবে,

পরে এমিলি মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এসময় তার সাথে  ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ।

উদ্ভোধন শেষে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: