odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫
ঢাকা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ইওেফাক এর সকল কলাকৌশলী সাংবাদিক আবুল খায়েরকে শুভেচ্ছা প্রদান করে।

দৈনিক ইওেফাক এর প্রধান প্রতিবেদক সাংবাদিক আবুল খায়ের এর ৫৪ তম জন্মবার্ষিকী পালন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ September ২০১৮ ০০:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ September ২০১৮ ০০:৫৫

আাজ শনিবার রাত্র ৯ টায় কাওরান বাজার দৈনিক ইওেফাক ভবনে এক অনারম্বর পরিবে, দৈনিক ইওেফাক এর সকল কলাকৌশলিরা

দৈনিক ইওেফাক এর প্রধান প্রতিবেদক ও সিটি এডিটর আবুল খায়ের এর ৫৪ তম জন্মদিন উদযাপন করে ,এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাব এর সাধারণ সসম্পাদক  ফরিদা ইয়াসমিন, এবং ঢাকা মহানগর দক্ষিন  যুবলীগের সহ- সভাপতি মুহম্মদ              মাহাববুর রহমান পলাশ সাংবাদিক আবুল খায়ের কে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি  "যুব বন্ধু" ইসমাইল চৌধুরী সম্রাটের পক্ষ  থেকে সাংবাদিক আবুল খায়ের কে শুভেচ্ছা ও অভিনন্দন যানান।                               

সাংবাদিক আবুল খায়ের  ১৯৬৫ সালের ১৫ জুন চাঁদপুর জেলায় জন্ম গ্রহন করেন, সাংবাদিক জগৎ এর অন্যতম উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশর সুপ্রসিদ্ধ, প্রাচীন, পাঠক সমাজে অত্যন্ত সমাদৃত দৈনিক ইওেফাক পএিকার, সিটি এডিটর, ও প্রধান প্রতিবেদক জনাব, আবুল খায়ের চৌকস নির্ভিক এ কলম সৈনিক কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি কখনো,

আপোষ করেনি কখনো কোন রক্ত চক্ষু চোখ রাংগানি, তাই অনেক সময় তাকে অনেক প্রতিকুলতা পাড়ি দিতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে বাধাবিপত্তি। তা জয় করে আজ সাংবাদিক জগতে এক শক্ত অবস্থান তৈরী করে নিয়েছে, তৈরী করেছে আনেক শিষ্য, তারা প্রত্যেকে নিজ অবস্থান করছে, 



আপনার মূল্যবান মতামত দিন: