odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
এন আই সৈকত মুন্সীগঞ্জের শ্রিনগরের কৃতি সন্তান

যুবলীগ নির্বাহী সদস্য এন অাই আহম্মেদ সৈকত এর একমাত্র কণ্যা সৈমী’র (৫) মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ September ২০১৮ ১২:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ September ২০১৮ ১২:৫৫


বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্বাহী কমিটির সদস্য এন আই আহম্মেদ সৈকত এর একমাত্র কণ্যা সৈমী’র মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন নির্বাহী সদস্য এন অাই আহম্মেদ সৈকত এর একমাত্র কণ্যা সৈমী মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বস্তরের নেতাকর্মীরা গভীরশোকাহত। আমাদের অধিকারপএ গভীরভাবে শোক প্রকাশ কর।       

উল্লেখ্য যে, যুবলীগ নির্বাহী সদস্য এন অাই আহম্মেদ সৈকত এর একমাত্র কণ্যা সৈমী ২৬/০৯/২০১৮ ইং তারিখ বুধবার সকাল ৯.০০টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির ------------------ রাজিউন)।



আপনার মূল্যবান মতামত দিন: