odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ December ২০১৮ ২২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ December ২০১৮ ২২:২২

ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আগামী ২০১৯ বিশ্বকাপের আসর। এর আগে বাংলাদেশের খেলার কথা রয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। আজ সেটা নিশ্চিত করল আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি)।

যদিও আগে থেকে বলা হয়েছিল আয়ারল্যান্ড-বাংলাদেশের সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকবে আফগানিস্তান। কিন্তু আজ এফটিপি সূচিতে বলা হয়েছে তৃতীয় দল হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৫ মে থেকে শুরু হবে এই সিরিজ, শেষ হবে ১৭ মে।। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে তৃতীয় দল হিসেবে ছিল নিউজিল্যান্ড।

সে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সেই ধারাবাহিকতা দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও। এই সিরিজেও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে অন্য দুই দলের বিপক্ষে। আর যদি বাংলাদেশ ফাইনালে খেলে তাহলে একদলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।

যদিও বাছাই পর্বে উন্নীত না হতে পেরে আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে নেই। তারা না থাকলেও তাদের মাঠে পেস কন্ডিশনে খেলা এত সহজ হবে না বাংলাদেশের জন্য। তাছাড়া ক্যারিবীয় বোলারদের বিপক্ষে খেলে বাড়তি প্রস্তুতির সুযোগ তো থাকছেই।



আপনার মূল্যবান মতামত দিন: