odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

সর্বোচ্চ মূল্যে বিক্রি হলো উনাদকাট-বরুন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ December ২০১৮ ১৯:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ December ২০১৮ ১৯:০৭

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হয়েছে ১২তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। আগামী আসর শুরু হবে ২০১৯ সালের ২৯ মার্চ থেকে। উদ্বোধনী দিনে খেলবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আইপিএল নিলাম। যার জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩৪৬ জন ক্রিকেটার যার মধ্যে ২২৪ জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার জয়পুরে বসতে চলেছে আইপিএল নিলামের আসর।

এবার নিলামে দেখা যাবে না বিখ্যাত মুখ রিচার্ড ম্যাডলিকে। তিনিই এতদিন ছিলেন আইপিএল নিলামের মুখ। এবার তাঁর জায়গায় দেখা যাবে হফ এডমেডাসকে। কিন্তু আসল লক্ষ্য তো কোন প্লেয়ার গেলেন কোন দলে।

অনেকে এই আইপিএলকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ করতে চাইছে। এবার দেখার কাঁদের ভাগ্য কত ভাল সময় নিয়ে আসে।

এখন পর্যন্ত কে কত রুপিতে দল পেয়েছেন:

৫০ লাখ বেসপ্রাইজ নিয়ে বিক্রি হলেন না ফাওয়াদ আহমেদ।

স্পিনার রাহুল শর্মা ও অ্যাডাম জাম্পা ৫০ লাখ ও ১ কোটির বেস প্রাইজ নিয়ে অবিক্রিত থেকে গেলেন।

৫ কোটিতে মোহিত শর্মাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ও চেন্নাই মোহিতের দাম নিয়ে গেল ৫ কোটিতে।

৫০ লাখ বেস প্রাইজে নিলামে আসা মোহিত শর্মার জন্য বিড করল চেন্নাই সুপার কিংস।

২.৪ কোটিতে বরুণ অ্যারনকে কিনে নিল রাজস্থান রয়্যালস।

৪.৮ কোটিতে মোহম্মদ শামিকে কিনে নিল পঞ্জাব।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে কেরিয়ারের সেরা স্পেল করেছেন মহম্মদ শামি ৬/৫৬। ১ কোটি থেকে তাঁর দাম পৌঁছে গেল ৩.৬ কোটিতে।

২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ইশান্ত শর্মাকে ১.১ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। বেসপ্রাইজ ছিল ৭৫ লাখ।

৮.৪ কোটিতে ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে কিনে নিল রাজস্থান রয়্যালস। আরেক অলরাউন্ডার বরুন চক্রবর্তীকে ৮.৪ কোটি রুপিতে কিনলো কিংস ইলেভেন পাঞ্জাব।

১.৫ কোটি বেস প্রাইজে নেমে ৮ কোটি ছুলো জয়দেব উনাদকাট। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ মূল্য এই নিলামের।

রাজস্থান ও দিল্লির লড়াইয়ে উনাদকাটের দাম উঠল ৪ কোটি।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ নিয়ে জয়দেব উনাদকট পরবর্তী ক্রিকেটার

ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা ১.২ কোটিতে গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তাঁর বেস প্রাইজ ছিল ১ কোটি।

 



আপনার মূল্যবান মতামত দিন: